লাল পাথরের যন্ত্রণা বুকে বেঁধে
জ্যোৎস্না-প্লাবন রাতে
কে হেঁটে যায় অন্দর মহলে ?
চুপি চুপি বলে চলে আত্মকথা
নীরব অশ্রুধারা  
শুকিয়ে যায় অন্তরালে,  
ব্যাঞ্জনা মাখানো হৃদয় নিঙ্গড়ানো  
এক অজানা রাগিণীর সুর  
চার দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে
ফিরে আসে বার বার,  
এক ঝলক বাতাসের স্রোত
মিলিয়ে দিয়ে যায়
লাল পাথরের গহ্বরে সে ছায়ামুখ
সব গ্লানি যন্ত্রণা  
ভেসে যায় আলোর প্লাবনে ।।