ছোট্ট ফুলের মত জীবন
সবারই আসে একবার
সে শৈশব, লাট্টু ঘোরে
মনের আনন্দে দুর্নিবার ।


বেঁধো না তার মন
মুক্ত বিহঙ্গের কলকাকলি
পবিত্রতার ছোঁয়ায় উদ্বেলিত
অন্তরে বাজে তার নতুন গীতালি ।


মুক্ত ঝরা হাসি
হাতে লাট্টুর বনবনানী
ফিরতে চায় সবার হৃদয়ে
আবার যদি আসে ফিরে শৈশব-রানী ।  


ছোট বড় রঙ-বেরঙের ছন্দ
দড়ির ছড়ে ঘোরে কত কতক্ষণ
সময় মাপতে মাপতে
কোথায় হারিয়ে গেল সেই শৈশব-ক্ষণ ।।