লকডাউনে ঘর-বন্দি জীবন সবার
নেই কো দেখা সুহৃদজনের
মুঠোফোনে বন্দি সমাজ
হয় সেথা আদান-প্রদান মনের ।


পাখিরা আজ বড়ই স্বাধীন মেলে তাদের ডানা  
কিচিরমিচির ধ্বনির মাঝে চলে সুর-সৃষ্টি
গাছ-গাছালির ফাঁকে উঁকি দেয় গুরু গুরু আকাশ
শ্রাবণ-কালো মেঘের ঘন-ঘটায় ঝরে বাদল-বৃষ্টি ।


বন্দি দশায় রেখোনা কোন অন্তর-দ্বন্দ্ব
অপরের সুরক্ষা বজায় রেখে, রেখো নিজের মান  
মনঃসংযোগে কাটাও দিনের পর দিন
সৃষ্টি করো নতুন কিছু, হোক হিংসা-দ্বেষের অবসান ।


লেখনিতে বাড়াও কলমের জোর
পৌঁছাও সুন্দর বার্তা দেশ-দেশান্তরের মাঝে
মেনে চলো সুস্থ স্বাস্থ্য নীতির নির্দেশনা  
মিলবে অন্তরের শান্তি, প্রাণের মুক্তি সর্ব সাঁঝে ।।