শালবনি হাওয়ায় দুলে
মেঠো পথ ধরে সে চলে
শিউলি গন্ধে ভেজানো জলে
বাউল মনের আনাগোনা অতলে,  


একঢাল কালো চুলের ছায়ায়
চলেছে সে চন্দনী উচ্ছাসের মায়ায়
আশ্বিনী ধানের ক্ষেতের দোলায়
দীঘির আলে কাশ ফুলের মেলায়,  


পেঁজা তুলোর সাদা মেঘের ভেলা
বুক চেরা সোনালী রোদ্দুরের খেলা
আলপনায় রাঙানো চন্দন-বেলা
তার সারা শরীরে রঙিন বন্ধন-মেলা,


ঝলমলে রূপের লুকোচুরির বাতায়নে
পলকে হারায় বার বার মুক্ত বলাকার আগমনে  
তবু সে তার হরিণ চোখের কিরণে  
প্রিয়কে লুকিয়ে দেখে আকিঞ্চনে ।