এই মাটিতে জন্ম মাগো
এই মাটিতে মরি
তাইতো মাটিকে মা বলে ডাকি
সর্বদা তাঁকে স্মরণ করি ।


হাঁটি হাঁটি পা ফেলে
প্রথম পেলাম পরশ
ধরণী মায়ের সোঁদা গন্ধ মেখে
জীবন দোলার হরষ ।


বাধা-বিঘ্নের সব পথ পেরিয়ে
ধারণ করেছে ধরণী মাতা
স্নেহের ছায়ায় আগলে রেখে
হয়ে উঠেছে ত্রাতা ।


মাটি-মা শিখিয়েছে মোদের
শিক্ষা জ্ঞানের আলো
প্রকৃতির কোলে প্রকৃতির সাথে
এই মাটি-মা বেসেছে ভালো ।


এই মাটিতে জন্ম মাগো
এই মাটিতে মরি
তাইতো মাটিকে মা বলে ডাকি
সর্বদা তাঁকে স্মরণ করি ।।