উদাসী চাঁদ
চুপ কথাদের ঘিরে থাকা ভিড়ে
মেঘ বালিকাদের মাঝে  
ওঠা-নামা করে নিবিড়ে,  
এক ঝলক জোছনার ঝিলিক
চুপিসারে বলে যায় মনের অন্তঃপুরে
‘ধোঁয়াশা কাটিয়ে প্রাণের পূর্ণতায়
রেখো না সরিয়ে মোরে অনেক দূরে’,
সুন্দর স্বপ্নগুলো কাব্যের সুরে
ভেসে বেড়ায় সোনার কাঠিতে নৃত্যের তালে  
আকাশ কুসুম কল্পনায়
সোনালি রাতের মায়াবী জালে ।।