মে দিবস হয়ে উঠুক -
সংগ্রামের ইতিহাসে বিচরণ
ন্যায় প্রতিষ্ঠার সপক্ষে
সুদৃঢ় পাহাড়ের এক আস্তরণ ।


শোষণ মুক্তির অঙ্গীকারে
এসেছিল গভীর প্রেরণার নব জাগরণ
ন্যায্য দাবি আদায়ের শপথে
সমাজতন্ত্র গড়ার লক্ষ্যে ঘটেছিল উত্তরণ ।


সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ
শ্রমজীবী মানুষের ঐক্য
ভেদাভেদ ভুলে একসাথে মুষ্টিবদ্ধ
মেহনতি শ্রমিকের নেই মতানৈক্য ।


মে দিবস হয়ে উঠুক -
রক্তক্ষয়ী আন্দোলনের এক দলিল
শোষকের শোষণ নীতির বিরুদ্ধে
শ্রম-সমাজের জয়ের এক ফসিল ।