মেঘ চলে ভেসে ... দূর হতে বহুদূরে
উদাসী পাগল মন ... হাতছানি দেয় বারে বারে
এক নতুন মাধুরীতে ... বাঁধি তাঁরে প্রেমের সুরে  
কিন্তু ধরা না দিয়ে ... সে ডাকে অন্য কারে ।


বিহ্বলতার উচাটনে ... নিজেই নিজেকে হারাই
বাঁধ ভাঙ্গা প্লাবনে শৃঙ্খলমুক্ত হয়ে ... চলে যাই ভালবাসার মগনে
ভিজিয়ে শরীর অজানা সপনে ... মুগ্ধ-আশায় দু’হাত বাড়াই
বলি, যেথায় যাওনা তুমি ... সর্বদা বিরাজমান মোর শূন্য গগনে ।