প্রেম সুধায় ভরিয়ে সাঁঝ বেলা
মেঘবালিকা ভেসে যায়
শুভ্রতার ভেলায়  
স্বপ্নের পারিজাত ডাকে আয়,
সপ্ত সাগর তেরো নদীর অজানা পথে  
মেঘবালিকা খেলে চলে মনের কোণে
মধুর বীণার তারের সুর  
পরশে আসে শুভ্র শিহরণে,  
মেঘের ডুমরু বেজে যায় ত্রিতালে
ভেঙ্গেও ভাঙ্গেনা সপন সঞ্চারিণী  
গোলাপের পাপড়ি ছড়ানো শয্যা শয়নে
একাত্ম হয়ে ওঠে স্বপ্নিল মায়াবিনী ।।