আকাশের বুকের মাঝে
মেঘের অন্তহীন খেলা
কত গান কত ছন্দের রঙে নব নব সাজে
দিনরাত সারাবেলা ।
কখনো সুখের ঝলমলে সোনালী রূপ
রাগ অনুরাগের ভারে কালো ঘোমটা টানে
কখনো গোধূলি বেলায় সিঁদুরে মাখানো লজ্জা রাঙানো অপরূপ
সন্ধ্যা ধূসর ছায়ায় নিশ্চিন্তে খোঁজে চাঁদ তারার প্রেমের মানে।
বীতরাগের গভীর নিনাদে ডমরুর তালে তালে চঞ্চল
শান্তির দূত হয়ে নেমে আসে স্নিগ্ধ শীতল রিমঝিম গানে
সবুজ কিশলয় ফুলের হাসিতে আনে সজীবতার অঞ্চল
আনন্দ উচ্ছ্বাসে সে  ভেসে বেড়ায় আকাশের বুকে উচ্ছল মনে ।।