মেঘের কিছু কথা ভাসে রাতের আকাশে
মনের অন্তঃপুরে লুকানো জ্বালা ছুঁয়ে যায় বাতাসে,
অপরূপতার অভিসারে, দুরন্ত আশার অভিরূপে
রোহিণীকে ঘিরে বয় রাশি রাশি তারারা, নিজস্বতার স্বরূপে,
চন্দ্রিমার জ্যোৎস্না-বিচ্ছুরণ আঁকে ভালোবাসার কত ছবি
তার দ্যুতির ছোঁয়ায় কাব্য-গাঁথা, মণিমালায় সাবলীল কবি,
মেঘ ভেসে চলে এরই মাঝে শত স্বপ্নের জাল বুনে
মনের কথা হারায় আকাশ, বাতাসের সুর শুনে ।।