মেঘেরাও ভালবাসতে জানে
রাগরাগিণীর মান-অভিমানে
মেঘেরাও জড়াতে জানে  
সুর মাধুর্যের কানে কানে,
  
আকাশ দেখে নীরব দর্শক হয়ে
সুপ্ত রেখে মনের কামনা বাসনা
সোনালী স্বপ্নগুলো শুভ্রতার রঙ হয়ে
ছড়িয়ে দেয় চারিধার মুক্তোদানা,

অজানা হাতছানি উপেক্ষা করে
ভ্রূক্ষেপহীন মেঘের দল নিরুত্তাপ
মনের সুখে দেহ সঞ্চালন করে  
গেয়ে চলে জয়জয়ন্তীর আত্মবিলাপ ।।