মেঘলা রোদের আকাশে  
আকাঙ্ক্ষিত স্মৃতির সোপান বেয়ে
উড়ে এল ফিরে চাওয়ার ফিরে পাওয়া
অপূর্ব কথামালা কাব্য আর সুরের মেলবন্ধন ।


ডানা মেলে উড়ে চলল মন দিগন্তের পর দিগন্তে
যেখানে কাব্য-বাসরে হৃদয়-নীড় মুখরিত হয়ে
বেলাশেষে রেখে গেল নতুন গাঁথামালা
সার্থক হোক আগামী মেঘলা দুপুর ।।  


******  


( আজ কোলকাতায় ছিল বাংলা-কবিতা আসরের ঘরোয়া কবি-বৈঠক । এই কবিতাটি উক্ত অনুষ্ঠানকে স্মরণ করে লেখা )