শারদীয় উৎসব প্রারম্ভে বয়ে আনে
নতুন প্রাণের সুর, নব ছন্দের গান
খুশীর বার্তা বয়ে আনে ‘যা দেবী সর্বভুতেষু’
আগমনীর আবাহনে মহালয়া হয়ে ওঠে অম্লান ।  


সুনীল আকাশের বুকে ভাসে
শ্বেতশুভ্র মেঘের ভেলা
সুললিত কলকাকলির তানে মুখরিত
নানা রঙের বিহঙ্গ খেলা ।


কাশ ফুলের সুললিত আন্দোলন
ঝরা শেফালিকার সুরভিত বানী
তটিনীর কলধ্বনির মধুর উচ্ছলতায়
মন্দ সমীরে হিন্দোলিত বনানী ।


শঙ্খ বাদনে, ঢাকের বোলে মিশে যায়
মাধুর্যতায় ভরা সর্বজনের অন্তর, শারদীয় দিগন্ত  
ঊষা লগ্নে মন্ত্রোচ্চারণে বিকশিত তর্পণ
মায়ের চক্ষুদানে উদ্ভাসিত হয় সারা সীমন্ত ।।