মোহময়ী করে তোলে সারা আকাশ
শেষ রাতের ঢলে পড়া চাঁদ
অপার মুগ্ধতায় হিমেল হাওয়ায়
ভেসে আসে শিশিরের আস্বাদ ।


ফোঁটা ফোঁটা মুক্ত দানা
মাখামাখি হয় হৃদয় মাঝে
শীতল সবুজে সুমধুর ছন্দে
ক্ষণিকের মায়ায় নূপুর বাজে ।

ঊষার নব কিরণের উত্তাপে
উত্যক্ত করে বিষাদের করুণ তান
হঠাৎ কোথায় হারিয়ে যায় সেই রাগিণী
নতুন আবেশে পথ চলে নিরুত্তাপ প্রাণ ।


তবুও আবার মোহময়ী করে তোলে সারা আকাশ
শেষ রাতের ঢলে পড়া চাঁদ
অপার মুগ্ধতায় হিমেল হাওয়ায়
ভেসে আসে শিশিরের আস্বাদ ।।