পাহাড় যেথায় মেশে
আকাশের কোল ঘেঁষে
নানান ফুলের নানান বেশে
মেঘের সুরের রেশে ।


দোলে দোদুল্য মনের চেতনা
বাঁশি হয়ে বাজে বিষাদের বেদনা
তৃষাতুর পাখি পালকের ডানায়
ভর দিয়ে ওড়ে প্রাণের উন্মাদনায় ।


উছল সাগর, স্বপ্নিল ঢেউয়ের রাশি
একূল ওকূল ভাসিয়ে দেয় কত কাঁদন-হাসি
মিলে যায় পাহাড় আকাশের নীড়ে
সাগরের বালুকা বেলায়, মুক্তোঝরা তীরে ।।