শান্ত স্নিগ্ধ আলোর ছোঁয়ায়
ঘুচায় কালো, দেখিয়ে আলোর দিখা
সর্বকালে সর্বসাথে থাকে এ সাথী
ভালোবাসার পরশ মেখে জ্বলে দীপ্ত শিখা ।


শান্তির প্রতীক দূত হিসেবে প্রজ্বলিত হয়
মন্দির মসজিদ গির্জায় হয় ঐক্যের মিলন সাথী
ধূসর কুয়াশার জাল ছিন্ন করে মনে জাগায় শান্তির বাণী
সুখের বন্ধু দুঃখের বন্ধু সকল ব্যাথার ব্যাথি ।


হিংসা- দ্বেষ মোহ-পাপ হয় দুর
সকল বিঘ্নতা অপসারণে জাগায় হৃদয়ের খুশি
মোমবাতির আলোয় আলোকিত হয়
সারা পরিবেশ, মন হয় উদ্ভাসিত উদাসী ।।