আসা যাওয়ার পথের বাঁকে
হঠাৎ যদি হয় দেখা
বলব তারে আয়না সাথে
পড়ি মোদের মনের লেখা,


জলতরঙ্গের সুরের ছন্দে
ডুবিয়ে শরীর কাজলা নদীর জলে
বুক জুড়ানো কলধ্বনির আনন্দে
এপার-ওপার করব প্রেমের অতলে,


বসন্ত-ছোঁয়া জড়িবুটির চাদরে
দিনের শেষে কনে দেখা রোদ্দুরে  
গানে গানে হারিয়ে যাব দু’জনে
পথের বাঁকে ঐ সুদূরে ।।