মুক্ত আকাশের তলে বসবাস করে
জীর্ণ শরীরের কঙ্কাল শত শত
এক মুঠো অন্নের তাগিদে
কাকভোর হতে গভীর অন্ধকারে
হাতড়ে চলে অহরহ –,
কখনো লাঞ্ছনা গঞ্জনা অপমান  
কৃপার এক ফোঁটা জল
সব কিছু তুচ্ছ তাদের
অভিমান মিশে যায় পথের ধূলায়
শক্তির পারদ রূপান্তরিত মনের আতসবাজিতে,
ফুটপাতের একপাশে দলাপাকানো
সারি সারি কুণ্ডলী
ভাগ করে নেয় সব যন্ত্রণা
প্রহর শেষে দু’চোখের ক্লান্তিতে
অসহায় মুখগুলো বাঁচার স্বপ্ন দেখে,
ভোরের ঊষার আলোয়
মুক্ত আকাশের তলে
পুনরায় শুরু হয় জীবন
কেউ জানে না কবে নামবে যবনিকা  
অথবা সমষ্টির আগুনে স্ফুরণ  ।।