জীবনের মুল্যবোধের অধিকার কারও নয় কম
সকলের শরীরে বইছে রক্ত, জানতো না দুর্জন ?
ক্ষুধার তাড়নায় অনেক ভরসায় এসেছিল সে খেতে ভালো  
গর্ভে তার বেড়ে উঠছিল ছোট্ট প্রাণের আলো ।


সুখাদ্য ভেবে এগিয়ে এসে খেয়েছিল আনারস ফল  
সে কি জানতো তাতে ভরেছিল বিস্ফোরক সভ্য জগতের দল ?  
মুহূর্তে পেটে আগুনের পটকা ঘটিয়েছিল বিস্ফোরণ
আশ্রয় নিয়েছিল পুষ্করিণীর জলে, ছটফটানিতে যন্ত্রণার নিবারণ ।


অসহ্য কষ্টে কাতরাতে কাতরাতে নিঃশেষ হয়ে গেল মায়ের জীবন
তিল তিল করে বেড়ে ওঠা গর্ভের ছোট্ট শিশুটির প্রাণ-প্রদীপ হল নির্বাপণ
এতটুকু হিন্দোলিত হল না মনুষ্যরূপী পশুগুলোর মন
পশু বলাও কম হবে তাদের, তারা ছিল তারও অধম ।


নরাধমদের বিরুদ্ধে গর্জে উঠুক সুস্থ সমাজের প্রতিবাদ
আর যেন হয়না পৈশাচিক আচরণের এ হেন জেহাদ
হে ঈশ্বর কর তুমি বিচার, দেখাও ওদের সুপথের সঠিক দিশা
মুছে যাক মায়েদের অশ্রুজল, ঘুচে যাক প্রাণ-নিধনের অমানিশা ।।


     ***
(ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া এক গর্ভবতী হস্তিনীর করুণ মৃত্যু স্মরণে)