তুমি চলে গেলে
কিছু না বলেই চলে গেলে
তোমার গাঁথা কাব্য-মালার ফুলগুলো
ছেঁড়া সুতোর দোলায়
এক-একটা মুক্তকণা হয়ে
ঝরে পড়ে তোমার না বলা কথায় ।

অস্ফুট ভালবাসার নিঃশব্দ আবেশে
নিভে যায় প্রদীপের শিখা  
হাতড়ে খুঁজে চলি চেনা নিঃশ্বাসের পরশ
তুমি চলে গেলেও আজও আছ আমারই পাশে
আধফালি চাঁদের অস্পষ্ট আলোয়  
না বলা কথার কাব্য-মালার ডালি নিয়ে ।।