স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রানিতা
হে নিবেদিত প্রাণ ভগিনী নিবেদিতা,
বিদেশিনী হয়েও আপন করেছিলে ভারত দেশ
নিজ গুনে নিয়েছিলে তুলে বিদেশকে স্বদেশ,  
এসেছিলে সেবিকা হয়ে পরাধীন ভারতে
স্বামীজির পথ অনুসরণ করে ঈশ্বর সেবাইতে,
ভারতের কোণে কোণে জ্বলছিল বিদ্রোহী আগুন
ঠিক তখনই তুমি পথপ্রদর্শন করেছিলে ফাগুণ,
অসংখ্য কৃতিকর্মের মাঝে হয়েছিলে জনমানবতার প্রতীক
জ্বালিয়েছিলে নব আলোর নব দীপশিখার অলীক,
প্রজ্বলিত মশালের সাথে এগিয়ে চলেছে নারী শিক্ষার গতি
তোমায় স্মরি বিশেষ দিনে বেঁচে থাকুক সেবা শিক্ষার প্রগতি,
স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রানিতা
হে নিবেদিত প্রাণ ভগিনী নিবেদিতা ।।  


( ২৮শে অক্টোবর ভগিনী নিবেদিতার জন্মদিনে শ্রদ্ধার্ঘ )