ভোরের বাতাস হয়েছে চূর্ণ-বিচূর্ণ,
রক্তিম ঊষার কিরণে প্রস্ফুটিত হয়নি সোনালী চেতনা !
ওরে মানব, মানবতা করে মানবতাই  করিস ধ্বংস ?
নারী মাতা, তাঁকে করিস অবহেলা, দিস অহরহ মনোবেদনা ?


তোর দেয়া দুঃখে কাঁদে ধরণী মাতা
সবুজ কিশলয় লজ্জায় হয় অবনত,
মুখ ফেরায় ধিক্কারে পশুপক্ষী কুল
একদিন হবি ধ্বংসের কাছে পদানত ।


মিষ্টি মোমের শিখা একটু একটু করে
হারিয়ে ফেলেছে সব প্রজ্জ্বলনের আলো,
অন্তর জাগাতে শান্তির সুধায়
নিঃশেষিত হয়েছে মোমের সবটুকু ভালো ।
         ******