নিঝুম রাত
কুহেলিকায় আচ্ছন্ন চাঁদ ।


মেঘের অলিন্দে মাতে
আলোর ফুলঝুরি
অনেক নক্ষত্রের মাঝে  
ফোঁটায় আধফোঁটা কুঁড়ি ।


দিগন্তের ওপার হতে  
ভুবন-সুরের হাসি ভাসে
পৃথ্বী তখন মায়াবী ছন্দ আনে  
মন বিলাসে জলতরঙ্গ হাসে ।


একদৃষ্টে তাকিয়ে থাকি
মন-প্রাণ দিয়ে স্মৃতি মেদুরতায়
মিষ্টি-মধুর বীণার তানে  
হৃদয় জেগে ওঠে আনন্দ উচ্ছলতায় ।


নিঝুম রাত
কুহেলিকায় আচ্ছন্ন চাঁদ ।।