কচি পাতার অঙ্কুরোদগমের মত এ জীবন
একটু একটু করে স্থান পায় নবজাতকের আগমন,  
এক পা এক পা করে শৈশবের হাঁটি হাঁটি পায়ের আনয়ন
কচি পাতার সজীবতায় ঘটে সবুজের আলিঙ্গন,
কিশলয়ের নব উচ্ছ্বাসে ভরে কৈশোর-মন
নব যৌবনের উচ্ছ্বাসে মানে না এ বাঁধা-জীবন,
প্রকৃতির সুধায় পত্রালির হিন্দোলে উন্মোচিত নব আচরন
প্রৌঢ়ত্বের সীমানায় নিয়মের বেড়াজালে ঘোরে সব গুঞ্জন,  
বার্ধক্যের বলিরেখায় ক্লান্ত শরীর শোনে বিধির সমন
কালের নিয়মে ঝরাপাতার মতো শিয়রে উপস্থিত হয় মরণ ।।