হিমেল দিনে হিমেল হাওয়ায়
আনন্দে ভরে ওঠে মন হিমেল হরষে,
মিষ্টি 'নলেন' সুবাস ছড়ায় স্নিগ্ধ বাতাসে
সন্দেশ-রসগোল্লায় স্বাদ আসে 'নলেন' গুড়ের পরশে ।


খোকা-খুকি খুড়ি-খুড়ো
আছে যত বুড়ি-বুড়ো,
হাসতে থাকে হরেক মিষ্টি দেখে
'নলেন’ স্বাদ নেয় রসগোল্লা চেখে ।


অন্তর পায় অনন্য এক পরিপূর্ণতা
‘নলেন’ গুড়ের পায়েস ক্ষীর সন্দেশে,
শীতের শেষে সবাই অপেক্ষায় থাকে
আবার কবে ভাসবে তারা ‘নলেন’ আবেশে ।।