ফুলের মত উচ্ছ্বল তোরা
নতুন যুগের নতুন ছন্দ
নিস্পাপ মুখের হাসিতে ভরপুর ওরা
মনে নেই কোন খেদ, কোন দ্বন্দ্ব,
নদীর ছলাৎ ছলাৎ জলে ভাসা পদ্মরাগের সুবাসে
গড়বি তোরা নতুন পৃথিবীতে এক নির্মল আকাশ
সব বাধা পেরিয়ে সকল প্রাণের আভাসে
আনবি কলকাকলিতে সবুজ পাতায় মধুর বাতাস,  
সোনার বরণ রেখায় বাজানো গম্ভীর বীণার ঝংকারে
ফোটাবি জ্যোতির্ময়ী প্রদীপের আলো
নীল গগনে প্রস্ফুটিত সুরের অলংকারে
জাগাবি জগৎমাঝারে তোদের সবটুকু ভালো,  
নতুন যুগের নতুন স্বপনে  
তোরাই নতুন সূর্য চন্দ্র তারা
বাঁধবি হৃদয় নতুন তানে, সারল্যের ভুবনে  
দেখবি পরমোজ্জল নব শক্তির জ্যোতি-ধারা ।।