মেঘ বৃষ্টির ঐক্যতানে
বাজে আঁধারে ইমনের সুর
ঝরাপাতার বিশেষ তালে  
ত্রিতালের গান শোনা যায় সুদূর ।


উপোষী পুকুর বড় টলমল
টুপটাপ টুপটাপ জলের তরঙ্গ
রিমঝিম রিমঝিম গান বেঁধে
নিঃসঙ্গ মনকে দেয় সঙ্গ ।  


কড়কড় কড় এক চিলতে আলো
ভয়ে থর থর কপোত-কপোতিনী
অজান্তে জাগে অদৃশ্য উচ্ছ্বাস
ভালোবাসায় উদ্বেলিত হয় চাতক-চাতকিনী ।।