হেমন্তের শেষ রাত
অতন্দ্র প্রহরী পাখিটা
এখনও ডেকে চলেছে
অজানা অস্ফুট ভাষায় । .


মাতাল সমীরে ওলট-পালট
জ্যোৎস্নার কোমল হৃদয়
করে চলেছে বিদীর্ণ
গগণের অঙ্গন তলে ।


আকাশ প্রদীপটা
এখনও জেগে আছে
মিটি মিটি আলোর মাঝে
অজানা আশায় পথ চেয়ে ।।