বীরসিংহের বীর সৈনিক তুমি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবজাগরণের পথিক  
ঠাকুরদাস-ভগবতী দেবীর উজ্জ্বল রত্ন
এক উজ্জ্বল মানবতার প্রতীক ।


তুমিই ছিলে দয়ার সাগর, পাণ্ডিত্যের অধিকারী
বাংলা সাহিত্যে গদ্য রচনায় রেখেছিলে প্রথম কৃতিত্বের স্বাক্ষর
সংস্কৃত কলেজ ও সংস্কৃত শিক্ষা তোমার অবদান
বাংলার ঘরে দীপ জ্বালিয়েছিল তোমারই বর্ণপরিচয়ের আদ্যক্ষর ।

বিধবা বিবাহ প্রচলনে, বাল্য বিবাহ রোধে
তুমিই ঘুচিয়েছিলে সকল কুসংস্কারের কালো
সমাজে নারীদের সন্মান জানিয়ে
প্রজ্বলিত করেছিলে নারীশিক্ষার আলো ।  


ছিলে মাতৃভক্তিতে অটল, করেছিলে কর্তব্য-জ্ঞানের উন্মোচন
বন্যা-প্লাবিত দামোদর পার হয়ে গিয়েছিলে মাতৃধাম
প্রতিটি বাঙালী করে তোমায় আজও আন্তরিক স্মরণ  
অমর তুমি হে বাংলার দিশারী, তোমাকে শত সহস্র প্রণাম ।।


                  ***


( গত কাল ছিল ২৯শে জুলাই । মহান ব্যাক্তিত্বের অধিকারী, বাংলা সাহিত্যে প্রথম গদ্য-স্রস্টা, সমাজ-সংস্কারক, বর্ণপরিচয়-স্রস্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু-দিবস । তাঁরই স্মরণে আমার শ্রদ্ধাঞ্জলি ) ।।