রাধাচূড়া নদী তীরে দাড়িয়ে একা
মনের অন্তঃপুরে জমানো ব্যাথা
আসবে কখন সে ভোলাতে রাগ-অনুরাগ
সাথে পলাশের আবিরে মোড়ানো কথা ।


ঝলমলে সোনালী রোদ্দুরের জরিবুটি
বাতাসের দোলায় ছড়ানো অনুরাগ
ছোট্ট নদী-তীরে বাঁধা ডিঙি করে যাবে দূরে
মাঝি অপেক্ষায় থাকে কখন শোনাবে ভাটিয়ালি-রাগ ।


চোখের জলে ভেসে যায় স্বপ্নের  বালিয়াড়ি
আসবে কি সে ? ভোলাবে মনের আত্মবিলাপ
অবশেষে কৃষ্ণচূড়া এসে করে আলিঙ্গন
বৈঠা হাতে মাঝির গানে ভেসে যায় অনুরাগের আলাপ ।