ওরাও চায় ভালোবাসতে, রঙিন স্বপ্ন ঘিরে বাঁচতে,
আশার দীপ জ্বেলে ছোটো নীড়ে উচ্ছলতায় ভাসতে।
রোদ জড়ির ওড়না জড়িয়ে ওড়ে মনের নিখিলে,
নদীর ঢেউ তোলে গুঞ্জন, গোধূলির রাঙা বিকেলে।


সন্ধ্যা তারার মিঠে আলোয় সন্ধ্যামালতির রূপের বাহারে,
রাতের আঁধারে চাঁদের সুধায় বলে মন আহারে,
পূবালী বাতাসের একটানা সুর বলে উল্লাসে হারাইরে।।
          *********