ওরে ওপারের মাঝি
তুই কি শুনতে পাস  
আমার প্রাণের বাঁশি ?  
কখন আসবি নিয়ে তরি
করবি আমায় পার
বেলার শেষে শেষ পাড়ানির কড়ি,  
ছলাৎ ছলাৎ নদীর ঢেউ
তুলবে বুকে আছাড় পিছাড়
ওপার থেকে দেখবে কেউ,  
আঁধার বেয়ে ফুলের হাসি
প্রদীপ রাজির মাঝে
তোর হাতে তুলে দেব খেলার শেষ বাঁশি ।।