কচু পাতায় এক বিন্দু মুক্ত-দানা
দেখে অবাক ব্যাঙ্গমী ছানা
ডেকে ওঠে মনের আনন্দে
প্রিয় সাথী ব্যাঙ্গমাকে সানন্দে ।


অঝোরে ঝরে বৃষ্টি-ধারা
সবুজ-ছাওনিতে পাগলপারা
চিকচিক করে শ্বেতকণা
দুজনের অবাক দৃষ্টি-পানা ।


অপার খুশির পরশে  
নেচে ওঠে মন দোদুল্যতার হরষে
থেমে যায় ক্রমাগত ঘ্যাঙর ঘ্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ ।


ব্যাঙ্গমী ছুটে যায় আনন্দ-খেলায়  
অরূপ রতন পাবার আশায়  
গড়িয়ে পরে পাতার দোলায়  
শিশির বিন্দু উঁকি দেয় ঘাসের তলায় ।।