সবুজ ধান-ক্ষেতের সারির মাথায়
খেলে যেত নির্মল বাতাসের ঢেউ  
শাল পিয়ালের জঙ্গলের মাঝে  
বিছানো লাল কাঁকড়ের পথ,

রূপালি পর্দায় ঢেকে গেছে
মুখর অতীতের রূপরেখা
হারিয়েছে কোকিলের কুহু কুহু ডাক
আটপৌরে শাড়ির ধূসর বিবর্ণতা,


বনবিতানের উচ্ছেদে
জনবসতি হয়েছে ছবি
ছোট্ট পুকুর ভরেছে জলে নয়  
ধূলো বালি মাটির আস্তরণে,


বরষা আসে আবার চলেও যায়
পায়না মনের সঙ্গিনীরে
শাপলা ফুলের একধাল হাসি
ছড়িয়ে পড়েনা রোদের কিরণে,

পথহারা গাঙচিল,শালিক,চড়ুইয়ের দল
জল-পিপাসায় কাঁদে
নির্মল বাতাস মুখ ঘুরিয়ে হাসে সবুজ ধানের ক্ষেতে
শাল পিয়ালের জঙ্গলে অন্তর্হিত লাল কাঁকড়ের পথ,

শেষ রাতের আকাশে একধাল চাঁদ
জ্যোৎস্নার প্লাবনে ভাসাবে কাকে ?
ভোরের উদীয়মান সূর্য
আলোর আবেশে উদ্ভাসিত করবে কাকে ?