হেমন্তের শেষে লাগলো সবার
শীতের হাওয়ার পরশ
খেজুর গুড়ের মণ্ডা মিঠাই
আর পিঠে দেখে জাগে মনে হরষ ।


সড়া পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, চন্দ্রপুলি
আরও কত নাম আছে তালিকার বাহারে
খাদ্য-বিলাসীদের এই সময় পোয়াবারো
চেটে-পুটে খেয়ে বলে, কি সুন্দর আহারে ।


জমে ওঠে শীতের হাওয়া
যদি রাতে পাতে থাকে সড়া পিঠা আর খেজুর গুর
আনন্দে আটখানা হয়ে বলবে সবাই
আহা কি সুমধুর ।।