তোমার তরণীতে চড়ে
একটু একটু করে বুঝেছি তোমার মর্ম
হাতে হাত ধরে উঠেছি বেড়ে
পিতা তুমি স্বর্গ তুমি ধর্ম ।
  
জীবনের প্রথম বুলি মা সাথে বাবা মুখে
ছোট্ট শরীরে পিঠে শুয়ে পেয়েছি পরমানন্দ
শিশুর ঘুম-মাখানো সান্নিধ্য-সুখে
পেয়েছি আত্মজ-গর্বের অপার আনন্দ ।


চলার পথের ওগো দিগদর্শক পথিক
দিয়েছ অনেক জীবন গড়ার স্বপ্ন
পরম নিশ্চিন্তের জীবনধারার গতিক
ভবিষ্যত প্রগতির ভাবনায় সদা মগ্ন ।


বিনম্র শ্রদ্ধায় নত মাথা আজ
এখনো ভাসে সেই জীবনের সুর
শিশু হয়ে শুয়ে থাকা লাবণ্যের সাজ
বিস্তৃত পৃষ্ঠের আশ্রয় সমুদ্দুর ।।