বর্ষার উল্লাসে এল প্লাবন
প্রায় ডুবন্ত গাছগুলো এখনো সবুজ  
বকুল ফুলগুলো তাকিয়ে থাকে নিয়ে নীরব প্রাণ
ছোট্ট নদীটা ফুলে ফেঁপে এখন বড়ই অবুঝ ।


অনেক দিনের খরা সয়েছে গ্রামের আদ্য-প্রান্ত
চিত্রটা ছিল কিছুটা অন্যরকম
এখন খরার বদলে বর্ষার বন্যা
ছোট্ট নদী জলে ভাসায়, আসল চিত্র একই রকম ।


দ্বীপ-বন্দী দশা, এক অসহায় জ্বালা
নিরাভরণ দেহে ছোট্ট খোকা হয় উদ্বিগ্ন ভীষণ  
শুধু মনের মাঝে উঁকি দেয় তার
কখন আসবে ত্রাণ, পেটের জ্বালা মিটিয়ে বাঁচাবে জীবন ।  


খরার মতই প্রকৃতির আর এক অঙ্গ বন্যা
মাঠের ফসল নষ্ট করে ভেসে যায় গ্রামের পর গ্রাম
বর্ষার প্লাবনে হয়ে চলে সব উথাল পাথাল
স্তব্ধ করে দেয় চলার গতি, জীবন-সংগ্রাম ।।