পলাশের বনে বনে
ভ্রমরের গুনগুন
নব বসন্তে খেলে বেড়ায়
নূপুর-নৃত্য নিপুণ,        
কচি ঘাসের হিন্দোলে
মিষ্টি ফুলের হাসি
সবুজ মনের নিস্পাপ প্রেম
একত্রিত পলাশের রাশি,
ফাগুনের গানে গানে  
দু’চোখের আয়না
চাওয়া-পাওয়ায় ভরে যায়  
সারা শরীরে সাতরঙা বায়না,  
আনন্দ-ঢেউয়ের উত্তালতায়
ভেসে চলে শিমূল-রাঙা গান
মুক্তঝরা দুটি খুশি মন
পলাশে-বাতাসে-আবিরে হয় এক প্রাণ ।।