পলাশের রক্তিম আভায়  
আঁধারের কুয়াশা-জাল ভেদ করে
বিস্তৃত পূব আকাশে ছড়িয়েছিল
এক নতুন ভালোবাসার নতুন রেখা,  
রোদ্দুরে ভেজা লাল পলাশ
আর রূপান্তরিত আবিরের ছোঁয়ায়
তৃষিত মন খুঁজে চলেছিল
অজানা স্বপ্ন দেখার নেশা,
রঙিন অনুভূতির ডাকে
উদাসী মেঘ ঘুম থেকে উঠে
নিজের আস্তরন ছেড়ে ছুটেছিল
ধরা দিয়েও অধরায়,
তবু হৃদয়-মন আকুল দু’নয়ন
স্পর্শ করতে চেয়েছিল
হারিয়ে যেতে ইচ্ছে প্রকাশ করেছিল
পলাশের রক্তিম আভায় ।।