পথ শিশু ওরা
পথেই জনম, পথেই বেড়ে ওঠা, পথেই বাড়ি
মাথার ওপর উন্মুক্ত আকাশের সামিয়ানা
স্বল্পতেই ভরে মন, সন্তুষ্টিতে মঞ্জরিত মঞ্জরী ।


সবুজ সজীব কিশলয় ওরা
আত্মসুখে নিজেদের ভাসায় নদীর কল্লোলে
সুললিত মন্দ বাতাসে ছয় ঋতুর খেলা খেলে চলে
ছেড়া জামা গায়ে, ফুলের সুরভিত হিল্লোলে ।


কলকাকলিতে বিদ্যালয়ে যায় ওরা
কখনো জোটে একমুঠো অন্ন, কখনো চিড়ে মুড়ির স্বাদ
জড়িবুটি মাখানো সোনালী রোদের মিষ্টি সুবাসে
আশার তরণীতে বেয়ে চলে কুসুম কলির আস্বাদ ।


নির্মল মনের অধিকারী ওরা
কখনো হয় একতারার ভৈরব, বাউল উদাসী
ঘুম ঘুম চোখে আয়নায় দেখে তারা শৈশব
অলীক স্বপ্ন বুকে বেঁধে চলে, নিয়ে সুখ রাশি ।।