সবুজ বেশে বনানী আজ
সেজেছে নতুন সাজ
ময়ূর-পঙ্খীর কুসুম দোলে
মন-ময়ূরী নাচে সুরের বোলে  
বক্ষে ঝোলে রক্তমণির হার
অঙ্গুলি ধরে নতুন সেতারের তার ।


বাঁধ ভেঙ্গে যায় খুশির বানে
অচেনা পুবালি বাতাসের টানে
ঊষার প্রকাশ না হোক জলতরঙ্গে
মোড়া থাক রঙ অঙ্গে অঙ্গে  
শেষ প্রহরের মধুর প্রেমের ডোর
বেঁধে চলুক মধুযামিনীর ঘোর ।।