বসুন্ধরা মাতা তুমি
বহে কেন অশ্রুজল
শ্যামলী রূপধাত্রী মাতা তোমারে নমি
সকল সন্তানেরে ধরে বক্ষ মাঝে বাঁধো বল ।


চারিদিক ছারখার হয়ে বৃক্ষ ছেদন, দূষণে কালিমালিপ্ত লাবণ্যময়ী
চাষের জমিতে চাষি না পায় ফসল, উঠেছে সেথা বহুতল বাড়ি
কত আর সহিবে এ মনে ওগো দয়াময়ী
বন্ধ হোক হিংসা-দ্বেষ, মুক্ত আলোর ছড়াছড়ি ।


নীল আকাশে মেঘেদের উন্মত্ত আনন্দে
ভরে উঠুক শস্যশ্যামলা সবুজে সবুজ
উজ্জ্বল হয়ে দেখা দেবে সাতরঙা রামধনু সানন্দে
ঝরে পড়বে সেথা বাদল অবুঝ ।  


গাইবে মাঝি ভাটিয়ালি গান
নদীর উজানে ছলাৎ ছলাৎ ছল
জাগবে তোমার চিরসুন্দর প্রাণ  
পদ্ম-শালুক জলে থাকবে উচ্ছল ।


সইবো না মোরা তোমার অপমান
বসুন্ধরা মায়ের কাছে করি আজ পণ
বাঁচাতে তোমায় লড়বো দিয়ে জান
প্রকৃতি মাকে রক্ষা করবো সর্বজন ।।
         ***
( আজ ৫ই জুন, পরিবেশ দিবসকে উপলক্ষ্য করে লেখা )