এসো সবাই, হাতে হাত ধরে গড়ে তুলি
এক নতুন প্রতিবাদের ধ্বনি
শিশু-শ্রম প্রতিহত করে
রচনা করি এক সুস্থ সমাজ-ভুমি ।


এখন তো ওর বেড়ে ওঠার সময়
ছোট ছোট পা ফেলে বিদ্যালয়ে যাবে
কিন্তু,ভাগ্যের পরিহাসে হাড় জিরজিরে শিশুটা
অবহেলিত হয়ে নিয়োজিত হবে শ্রম লাঘবে ।
মাথায় ভারী বোঝা নিয়ে  
একটু একটু করে উঠবে বহুতলে
ইমারত গড়তে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে
জুটবে কপালে চড় থাপ্পড় বেসামাল হলে ।
সকাল থেকে সন্ধ্যে চলবে কেটলি
আর কাপ-ডিশের টুং টাং আওয়াজ
কাজে ঢিলে-ঢালা বা দেরী হলে
বেতন কাটা অন্যথা গালিগালাজ ।
শাস্তির অভাব হবে না কোনো  
বিলাস বহুল গৃহে  
জায়গা মিলবে ছোট ছোট শিশুদের
কাজ করে যাবে প্রাণ যতক্ষণ থাকবে দেহে।  
ঘর মোছা থেকে শুরু করে
রান্না করা, ইস্ত্রি করা, বাজারের ফর্দ
কিছুই বাদ যায় না রুটিন হতে
বিনিময়ে এঁটো খাবার শুকনো রুটি শর্ত ।  
ছোট শিশু ওরা, ফুল-সম
তারা পর্যাপ্ত সময় চায়
যাতে বাঁচতে পারে মানুষের মত
গড়ে নিতে পারে সুন্দর জীবন সবার ভালোবাসায় ।


এসো সবাই, হাতে হাত ধরে গড়ে তুলি
এক নতুন প্রতিবাদের ধ্বনি
শিশু-শ্রম প্রতিহত করে
রচনা করি এক সুস্থ সমাজ-ভূমি ।।