পাগল হাওয়ার সাথে শেষ বসন্ত
রূপান্তরিত হয় কালবোশেখীর ঝড়
ঈশান কোণে জমানো মেঘের চাদর
কোথাও উন্মুক্ত ছিটে-ফোঁটায় কোথাও অনাদর,  


প্রেমময় প্রকৃতির রূপে
শিহরণ জমানো মুগ্ধতা
সঁপে দেয় হৃদয়ের গভীরে    
অনন্য ভালোবাসার আদরে,


বেড়াভাঙ্গা উদ্যমে কাঁপে জলতরঙ্গ
বুকের ব্যথাগুলো দুমড়ে মুচড়ে
নিংড়ে চলে অসীম আকুলতায়
শরীরের কম্পাসগুলো প্রতিফলিত হয় ব্যাকুলতায় ।।