পথশিশু মোরা, পথই মোদের ঘর
মা যায় সকালে কাজে
বাবা যায় বাবুদের বাগানে
মোরা যাই কর্পোরেশন- স্কুলে লাজে ।


এই পুজোতে ইচ্ছে হয়
বাবুদের ছেলেমেয়েদের মত সাজতে
মনকে তবু মানাই মোরা
আমরা পথশিশু, নেই ওদের মত সাজতে ।


ওরা নেবেনা খেলতে মোদের
পড়বে বেরিয়ে, ধরে বাবা মায়ের হাত
পুজোর সাজে ঘুরবে যখন প্যান্ডেলে প্যান্ডেলে
আমরা তখন ছলছল চোখে দেখব আলোর রাত ।


জগজ্জননী মা মোদের, করি মোরা তোমার বোধন
শাড়ির টুকরো, কঞ্চি দিয়ে পথ পাশে বানাই প্যান্ডেল
নিজেদের মত করে করি মাতৃ বন্দনা
পরবো মোরা হাট থেকে বাবার কেনা সস্তা পোশাক, স্যান্ডেল ।


ছোট্ট দশভূজা মা আসবে সেথা
মেতে উঠব আনন্দের তরে, হৃদয়ের গানে
বাজাবো কৌটো ডুম ডুমা ডুম
আসবে সজীবতা মোদের সকল প্রাণে ।