এসেছিলে মৃত্যুঞ্জয়ী বীর
নিয়ে নবজাগরণের উদ্দীপ্ত শিখা
জাগ্রত তার উন্নতশির
শত সহস্র ভারতবাসীর নবদিগন্ত দিখা ।


উজ্জ্বল ধ্রুবতারার আলো
প্রজ্বলিত মানব হৃদয়ের কোণে
ঘুচিয়ে কুসংস্কারের কালো
পরশমণির পরশে পৌঁছায় সবার মনে ।


‘রাজা’ পদক মুকুট শোভিত পরমাজ্বল জ্যোতি
এনে দিল সহমরণ-বলির মুক্তি
শৃঙ্খল মোচনে শত সহস্র নারী-সতী  
পেল বেঁচে থাকার অপার শক্তি ।


ব্রাহ্ম সমাজের দীক্ষার মশাল
জ্বলেছিল মহান হাতের পরশে
জেগেছিল বানী শান্তি বিশাল
অমর তুমি হে বীর সৈনিক সকল হরষে ।।


           ***


( ২২শে মে বাংলা তথা ভারতের নবজাগরণের প্রবাদ প্রতিম পুরুষ ও সতীদাহ প্রথা বিলোপের কারিগর রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষ্যে আমার শ্রদ্ধার্ঘ ) ।।