ভ্রাতার কল্যানে বাঁধেন রাখী ভগ্নীগণ
শ্রাবণী পূর্ণিমার শুভ লগনে  
পবিত্র বন্ধনের পৌরাণিক ইতিহাসে এই দিনে  
দ্রৌপদী বেঁধেছিলেন শ্রীকৃষ্ণের ক্ষত হাত নিজ অঞ্চল বন্ধনে ।

শ্রীবিষ্ণু পত্নী লক্ষ্মীদেবী বেঁধেছিলেন রাখী
বলিরাজের হস্তে এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে
গনেশ-পুত্রদ্বয় শুভ ও লাভের ইচ্ছাপূরণে
মা সন্তোষী রাখীর বন্ধনে আবদ্ধ করেছিলেন তাঁদের ভাতৃত্বে ।  

পতি-স্বার্থ রক্ষার্থে মহামতি আলেকজান্ডার-স্ত্রী  
রোজানা বেঁধেছিল রাখী পুরু রাজের হস্তে
চিতোর রাণী কর্ণবতী সম্রাট হুমায়নের সাহায্য প্রার্থনায়
পাঠিয়েছিলেন রাখী তাঁর কাছে নত মস্তে ।


হিন্দু-মুসলমান ভাইবোনেদের ভাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে
বঙ্গভঙ্গ প্রতিরোধে কবিগুরু করেছিলেন এ-উৎসবের আয়োজন
কবিগুরুর স্বপ্ন বিফলে গিয়েছিল
তবুও ইতিহাসের পাতায় লেখা এ-উৎসব, অমর রাখী-বন্ধন ।
  
ভ্রাতার মঙ্গলে বাঁধেন রাখী ভগ্নী তার হস্তে
ভগ্নী-ভ্রাতার এক পবিত্র সম্পর্কের বন্ধন
প্রজ্বলিত দীপশিখা চন্দন টীকা যোগে
মিষ্টান্ন, নতুন বস্ত্র পরিধানে হয় আনন্দ বিতরণ ।