অন্ধকার না এলে
কি করে দেখবে আলোর রেখা ?
রাত না পোহালে
মিলবে কি ভোরের দেখা ?


রক্তিম ঊষার কিরণে
তপ্ত হবে মন-প্রাণ,  
দেখবে ফুলেরা কি ভাবে পাপড়ি মেলে
ভ্রমরের দল করে আনাগোনা ।
মেঘ-কালো আকাশে
জমবে মনের রাগ-অনুরাগ,
দেখবে বৃষ্টি কি ভাবে প্রেম-ভরা আলিঙ্গন করে  
রামধনু তার সাতরঙ ছড়ায় ।
  
আলোর প্লাবন চাঁদ না আনলে
কি করে ভাসবে নির্ঝর ভালবাসার রেশ ?  
দুঃখ দুঃখ করে বার বার না মরলে
দেখা পাবে কি সুখের আবেশ ?