রোদন ভরা এ মন নিয়ে
বসে গুনি অষ্টম প্রহর
অঙ্কুরিত বেলি জুঁই
যত্নহীন অকালে, পায় অনাদর,
                                                            
নব কিশলয়, ব্যথা ভরা মনে
হারায় শৈশবের বেলা
হঠাৎ এক প্রভাতে –
বিকট জটাজাল করে হুঙ্কার-খেলা,


ঘুমের কাজল পরা নয়নে
দেখি আঁধার কালো রূপ
প্রেমে-মজা অভিব্যক্তিতে দাঁড়িয়ে তুমি
মুহূর্তে সৃষ্টিছাড়া লোলুপ,


ভালোবাসার ধূসর উদ্দামে
সিক্ত হল শরীর মন  
প্রফুল্লতায় ভেসে স্বাগত জানাই  
আমার দুয়ারে তুমি এলে যখন,


দূর হতে বহু দূরে
বাতাসে ভাসে সুরভির শ্বাস-প্রশ্বাস
জুঁই-বেলি পায় যত্ন, রিমঝিম আদর
নূপুরের ছন্দে রোদন-ভরা মনে পর্যাপ্ত বিশ্বাস ।।